Skin and Hair Tips

১.ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা কি?

ত্বক ও চুল প্রতিটি মানুষের মৃত্যু পূর্ব মূহুর্ত পযর্ন্ত সঙ্গী। তাই ত্বক ও চুলের যত্ন নেয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রুপচর্চার উপাদান যদি হয় প্রাকৃতিক উপাদান সেক্ষেত্রে এর কোনো জুড়ি নেই। প্রাকৃতিক উপাদান ত্বকের ও চুলের গভীরে প্রবেশ করে চুল ও ত্বককে উজ্জল, প্রাণবন্ত ও সুস্থ রাখতে সহায়তা করে। প্রাকৃতিক উপাদানের কোনো প্বার্শ- প্রতিক্রিয়া নেই, যার ফলে  আমাদের কোনো ক্ষতি হয় না। প্রাকৃতিক উপাদান  ধীরে ধীরে ফলাফল করলেও এর প্রভাব হয় দীর্ঘমেয়াদী। অন্যদিকে বাজারের রাসায়নিক ও ক্যামিকেল যুক্ত প্রডাক্ট ব্যবহারে ত্বক পুড়ে যায়, পাতলা হয়ে যায়, ব্রণ দেখা দেয়, চুল ঝরে যায় কোনো কোনো ক্ষেত্রে মাথায় টাক পড়ে যায়। এসকল দিক বিবেচনা করলে দেখা যায়, চুল ও ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা অপরিসীম।


1.Why natural ingredients is necessary for skin and hair care?

Skin and hair are the companions of every human being till the moment before death.  So taking care of skin and hair is very important for us.  If the material of beauty is natural then there is no pair of it.  The natural ingredients penetrate deep into the skin and hair and help to keep the hair and skin bright, vibrant and healthy.  There are no side-effects of natural ingredients, which do us no harm.  Although natural ingredients work slowly, the effects are long-lasting.  On the other hand, the use of chemical and chemical products in the market burns the skin, it becomes thin, acne occurs, hair falls out and in some cases baldness falls on the head.  Considering all these aspects, it is seen that the need for natural ingredients in hair and skin care is immense.

২.আপনি কি রুপচর্চাতে প্রাকৃতিক  উপাদান ব্যবহার করেছেন? করলে তা কীভাবে ব্যবহার করেছেন এবং তা কীভাবে সংরক্ষণ করেছেন?

জ্বি আমি রুপচর্চা তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি।  আমি প্রাকৃতিক উপাদানের অনেক কিছুই ব্যবহার করেছি যেমনঃ চাল, ডাল, করলা, কমলার খোসা। এরমধ্যে আমার সবচেয়ে প্রিয় মাস্ক হচ্ছে চাল ও ডালের মাস্ক। যা ত্বক উজ্জল, পোরস্ ছোট ও ভেতর থেকে ময়লা দূর করতে সহায়তা করে। আমি মূলত চাল ও ডালের পেষ্ট তৈরী করে ২৫ মিনিটের জন্য মুখে দেই। এরপর ধুয়ে ফেলি। আমি আইস কিউব বানিয়ে মাস্কটি সংরক্ষণ করি।

2.Have you used natural ingredients in skin care?  If so, how did you use it and how did you save it?

 Yes I have used natural ingredients in  skin care.  I have used a lot of natural ingredients like rice, pulses, pumpkin, orange peel.  My favorite mask is rice and pulses mask.  Which brightens the skin, makes pores smaller and helps to remove dirt from the inside.  I basically make a paste of rice and pulses and put it on my face for 25 minutes.  Then I wash it.  I make ice cubes and save the mask.

Post a Comment

0 Comments